জেনে নিন মুখের কালো দাগ দূর করার ঘরোয়া কয়েকটি উপায়

জেনে নিন মুখের  কালো দাগ দূর করার ঘরোয়া কয়েকটি উপায়
জেনে নিন মুখের  কালো দাগ দূর করার ঘরোয়া কয়েকটি উপায়
SKIN


সৌন্দর্যের দু’টি গুরুত্বপূর্ণ শর্ত হল নিখুঁত মুখের ত্বক আর স্বাস্থ্যজ্জ্বল ঘন চুল। মুখের সৌন্দর্য ধরে রাখতে চাইলে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু মুখের নানা রকম দাগ নিয়ে 

কিন্তু দাগ কী ভাবে তা দূর হবে সেটা জানা নেই! বাজার চলতি নানা রকম ক্রিম, লোশন ব্যবহার করেও তেমন ফল মিলে না। তাছাড়া ওই সব বাজার চলতি নানা রকম ক্রিম, লোশনে পার্শ্ব প্রতিক্রিয়ারও ভয় থাকে। 

এ ক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে মুখের দাগ-ছোপ অনায়াসে মুছে ফেলতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া পদ্ধতি, যা কাজে লাগিয়ে অনায়াসে মুছে ফেলতে পারবেন মুখের দাগ-ছোপ।


 ব্রণর দাগ দূর করতে:


১.চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

   উপকার পাবেন।

২.শুধুমাত্র তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

    সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।

৩.অ্যালোভেরার রস প্রতিদিন মুখের দাগের উপর লাগালে দ্রুত তা ফিকে হয়ে মিলিয়ে যাবে

৪. তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা

    বাড়বে, দাগও কমবে।

৫.মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।

৬.যে কোনও ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।

৭.রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ

   ধুয়ে ফেলুন।

৮.নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দু’বার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।

৯. টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।

১০.কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।

রোদে পোড়া (ট্যান) বা মেছেতার দাগ দূর করতে:


১.নিয়মিত লেবুর রস মুখে দিতে পারেন।

২.গুঁড়ো দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৩.অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।

৪.আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন। এর পর জল

    দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

গায়ে কি খুব দুর্গন্ধ হয়? তাহলে এড়িয়ে চলুন এই খবারগুলি


১.কমলা লেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন।

    দ্রুত ফল পাবেন।

২. মেছেতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে

    এর সঙ্গে অল্প পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন।
৩.লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন।

   উপকার পাবেন।তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.